স্পোর্টস ডেস্কঃ
শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানের জয়ী হয়েছে মাশরাফি বাহিনী।
তাই টাইগারদের ঘিরে ক্রিকেটপ্রেমীদের আকাঙ্খা ও প্রত্যাশা বেড়েই চলছে।
ভক্তরা তো চাইছেন শ্রীলঙ্কার মাটিতেই তাদের বাংলাওয়াশ করুক তামিম-সাকিবরা।
তবে
এক জয়েই হাওয়ায় ভাসতে চান না মাশরাফি বিন মুর্তজা। বরং আত্মবিশ্বাস নিয়ে
পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চান টাইগার স্কিপার। আর ডাম্বুলাতেই
সিরিজ জয় নিশ্চিত করতে চান তিনি।
শ্রীলঙ্কার
বিপক্ষে এখনো কোনো সিরিজ জয় করতে পারেনি বাংলাদেশ। এর আগে খেলা ৩৯ ম্যাচের
মধ্যে মাত্র ৫টিতে রয়েছে জয়। কিন্তু এবার সিরিজ জিততে আশাবাদী মাশরাফি
বললেন, ‘আমরা যদি সামর্থ্যের সেরাটা দিয়ে খেলতে পারি তাহলে ডাম্বুলাতেই
সিরিজ জেতা সম্ভব। প্রথম ম্যাচে ঠিক যেভাবে খেলেছিলাম এবারও সেভাবে খেলতে
হবে। খেলোয়াড়দের প্রতি আমার পুরোপুরি বিশ্বাস আছে, তারা পারবে নিজেদের মেলে
ধরতে। ’
আজ
মঙ্গলবার ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় ওয়ানডে। এই ম্যাচটিও দিবারাত্রির।
বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে। প্রথম ওয়ানডেতে ৯০ রানের বিশাল ব্যবধানে
জিতে সিরিজ ১-০তে এগিয়ে আছে বাংলাদেশ।