অনলাইন ডেস্কঃ
রাশিয়ার সাথে কানেকশন নিয়ে তদন্তের জেরে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হতে পারে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এমনই সতর্কতা উচ্চারণ
করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সাবেক বিশ্লেষক জন
শিন্ডলার। খবর ইনডিপেনডেন্টের।
খবরে
বলা হয়, জন শিন্ডলার বলেন, যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন
বিঘ্নিত করতে রাশিয়ার উদ্যোগের সঙ্গে ট্রাম্প টিমের কথিত অভিযোগের ভিত্তিতে
জবাবদিহিতার মুখে পড়েন ট্রাম্প, তাহলে এতে তার প্রেসিডেন্সির ইতি ঘটে যেতে
পারে।
তিনি
আরো বলেন, যদি বিষয়টি প্রমাণিত হয় এবং অভিশংসন প্রস্তাব আনা হয় তাহলে
প্রেসিডেন্ট ট্রাম্প চান বা না চান, তাকে পদ থেকে সরিয়ে দেয়া হতে পারে।
ট্রাম্প
টিমের রাশিয়া কানেকশন নিয়ে তদন্ত করছে এফবিআই, কংগ্রেস এবং নিরপেক্ষ
তদন্তকারীরা। তারা তদন্তে যা পাবেন তা জনসম্মুখে প্রকাশ করা অপরিহার্য বলে
মন্তব্য করেন শিন্ডলার।