স্পোর্টস ডেস্কঃ
প্রথম ম্যাচে দুরন্ত জয়ের পর ইমার্জিং টিমস এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে
নেপালের বিপক্ষে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার
সকালে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম-২’য়ে টসে হেরে ব্যাটিংয়ে নেমে এই
বিপর্যয়ে পড়ে জুনিয়র টাইগাররা।
ম্যাচের প্রথম ১০ ওভারেই ৩৩ নামে চার উইকেট তুলে নিয়ে বাংলাদেশের টপ অর্ডার ধসিয়ে দেন নেপাল। বোলার অবিনাশ করন একাই ৩ উইকেট নেন।
প্রথম
ওভারের শেষ বলে অফ সাইডে শট খেলতে গিয়ে আসিফ শেখের হাতে ধরা পড়েন আজমির
আহমেদ (০)। তৃতীয় ওভারে শরদ ভেসকরকে ক্যাচ দিয়ে ফেরেন প্রথম ম্যাচের
অপরাজিত হাফ সেঞ্চুরিয়ান সাইফ হাসান (৭)। নিজের তৃতীয় ও দলীয় পঞ্চম ওভারে
অবিনাশের শিকার এবার মোহাম্মদ মিথুন (০)। পরে নাজমুল হোসাইন শান্তও (৪)
দ্রুত ফিরে যান।
এরপর
দলের হাল ধরেন জাতীয় দলের দুই খেলোয়ার ইমার্জিং টিমস এশিয়া কাপে
বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক (৪৩) ও নাসির হোসেন (১৪)। দলেরও আস্থা হয়ে
আছেন তারা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভারে চার উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৭২ রান।