সুইডেন আওয়ামী লীগের সম্মেলন শনিবার


অনলাইন নিউজ ডেস্ক:  শনিবার (১ এপ্রিল) সুইডেন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব পাবে সুইডেন আওয়ামী লীগ। এরই মধ্যে সম্মেলনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

আয়োজকরা জানান, এবারের সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য সম্পাদক ও সাবেক এমপি আবদুস সাত্তার। প্রধান অতিথি থাকবেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গনি। সম্মেলন উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন।

এতে উপস্থিত থাকবেন জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ বাদল আহমেদ, ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি শহিদুল হক, সহ-সভাপতি হুমায়ুন মাকসুদ, হল্যান্ড আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন তপন, সাধারণ সম্পাদক মুরাদ খান, নরওয়ে আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন মজুমদার, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ রুবায়েত শরীফ, ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, গ্রিস আওয়ামী লীগের সদস্য সচিব মিজানুর রহমান, সুইজারল্যান্ড আওয়ামী লীগ নেতা শ্যামল খান, স্পেন আওয়ামী লীগ নেতা দুলাল সাফা, জাকির হোসেন ও রিজভী আলম প্রমুখ।

প্রসঙ্গত, এর আগে গত বছরের ১৩ মার্চ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সে সম্মেলন হয়নি।

Post a Comment

Previous Post Next Post