এবার মার্কিনিদের ভিসা বন্ধ করল ইরান

এবার মার্কিনিদের ভিসা বন্ধ করল ইরান
অনলাইন ডেস্কঃ ইরানসহ সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার পাল্টা জবাব হিসেবে মার্কিন নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে ইরান। খবর এপির। মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, যুক্তরাষ্ট্রে ইরানি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের প্রতিক্রিয়া হিসেবে এখন থেকে আর কোনো মার্কিন নাগরিককে ভিসা দিচ্ছে না তেহরান। ইরানের রাজধানী তেহরানে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ মার্ক এহোর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের পর যৌথ ব্রিফিং শেষে স্থানীয় জাতীয় দৈনিক খোরাসানকে এ কথা জানান জাভেদ জারিফ। গত শুক্রবার ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশের মাধ্যমে ইরানসহ সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন। ওই সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ জানান, ট্রাম্পের ওই আদেশের বিরুদ্ধে আইনি, রাজনৈতিক ও সমুচিত ব্যবস্থা নেয়া হবে। যতক্ষণ যুক্তরাষ্ট্র ইরানের জনগণের ওপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে না নেবে, ততক্ষণ ইরানের জনগণের অধিকার রক্ষার্থে বাণিজ্যিক, রাজনৈতিক, আইনগত ও পাল্টা ব্যবস্থা চালিয়ে যাওয়া হবে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা বাকি দেশগুলো হল- সিরিয়া, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন।

Post a Comment

Previous Post Next Post