রোনালদোর শটে ড্রোন ভূপাতিত

রোনালদোর শটে ড্রোন ভূপাতিত
অনলাইন ডেস্কঃ আর সেভেন। ফুটবল বিশ্বের আইকন। তার 'পায়ের' ভক্ত পৃথিবীর কোটি মানুষ। মাঠে ঝড় তুলে প্রতিপক্ষের রক্ষণভাগ গুড়িয়ে দিতে যার জুড়ি নেই। মাঠে তার বিধ্বংসী মেজাজের সঙ্গে পরিচিত গোটা ফুটবলবিশ্ব। এবার করলেন আজব এক কাণ্ড! ঢিল ছুড়ে আম পাড়ার মতোই নিখুঁত শটে আকাশ থেকে মাটিতে ফেললেন ড্রোন। পোকার স্টার্সের হয়ে মজার এক চ্যালেঞ্জে এনবিএ তারকা ডুয়ানে ওয়েডের সঙ্গে লড়াইয়ে নেমেছিলেন রোনালদো। চ্যালেঞ্জটা ছিল, উড়ন্ত একটি ড্রোন ঘায়েল করতে হবে ফুটবল দিয়ে। বিষয়টা যে মোটেই সোজা নয়, তা উপস্থিত সবাই জানতেন। কিন্তু, চ্যালেঞ্জটা নিয়েই ফেলেন সি আর সেভেন। আর রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সুপারস্টারের নিশানা যে সত্যিই নিখুঁত সেটা ফের প্রমাণ করে দেন রোনালদো। ফুটবলে শট দিয়েই মাটিতে ফেলে দেন উদন্ত ড্রোন। রোনালদোর শটে ড্রোনটি কয়েক টুকরো হয়ে মাটিতে খসে পড়ে।

Post a Comment

Previous Post Next Post