জেল থেকে পালিয়ে ফেসবুকে 'সেলফি' পোস্ট দিল বন্দী

জেল থেকে পালিয়ে ফেসবুকে 'সেলফি' পোস্ট দিল বন্দী
অনলাইন ডেস্কঃ ব্রাজিলের শহর মানাউসের আনিসিও জোবিম জেলে বন্দীদের মধ্যকার সংঘর্ষের ফলে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৬০ জন। তবে তাদের মধ্যে থেকেই আলাদা করে নজর কেড়ে নিচ্ছেন ওই জেলের ব্রায়ান ব্রেমার নামের এক বন্দী। সেই সংঘর্ষের পরে জেল থেকে পালিয়েছেন কমপক্ষে ২০০ জন বন্দী। ব্রায়ান তাদেরই একজন। জেল থেকে পালানোর পর ফেসবুকে একের পর এক সেলফি পোস্ট করে যাচ্ছেন ব্রায়ান। সঙ্গে রয়েছেন আরও কয়েকজন বন্দী। তাদের অবশ্য এখনও চিন্হিত করা যায়নি। ডাকাতির অভিযোগে জেল খাটছিল ব্রায়ান। ছবিতে দেখা গেছে, জঙ্গলের মধ্যে ব্রায়ান সহ কয়েকজন পলাতক হাসিমুখে সেলফি তুলছে। ব্রায়ানের সেলফি ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে। জার্মানির ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখের জার্সি পরে সেলফি পোস্ট করে ব্রায়ান লিখেছেন, ‘‌জেল থেকে পালাচ্ছি। ’‌ আর একটি ছবিতে দেখা যায় ব্রায়ান ও তার অন্য চার সঙ্গী বসে খাওয়া দাওয়া করছেন। কয়েকঘণ্টার মধ্যেই ব্রায়ানের ছবি নিয়ে কার্টুন এবং মিম বানানোও শুরু হয়ে গেছে। । জেল পালানোর পটভূমিতে বানানো বিখ্যাত সিনেমা শশ্যাঙ্ক রিডেম্পশন ও টিভি সিরিজ প্রিজন ব্রেক এর অনুকরণে পোস্টার তৈরি করা হচ্ছে। এরই মধ্যে ব্রায়ানের এক সঙ্গীকে গ্রেফতার করতে পেরেছে পুলিস। তবে ‘‌সেলফি কিং’‌ ব্রায়ান এখনও বেপাত্তা।

Post a Comment

Previous Post Next Post