অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর প্রায় নিশ্চিত

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর প্রায় নিশ্চিত
স্পোর্টস ডেস্কঃ চলতি বছরের শেষের দিকে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরের যথেষ্ট সম্ভাবনা আছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড নিজেই জানিয়েছেন এ খবর। ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ২০০৬ সালের রিকি পন্টিংয়ের নেতৃত্বে শেষবার টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়া। এ সময়ের মধ্যে ২০১১ সালে মাত্র একটি ওয়ানডে সিরিজে অংশ নিতে অস্ট্রেলিয়া দল বাংলাদেশ সফরে আসে। জেমস সাদারল্যান্ড বলেন, চলতি বছরের শেষে বাংলাদেশে এসে অস্ট্রেলিয়া দলের দুটি টেস্ট খেলার সম্ভাবনা অনেক বেশি। গত বছরের অক্টোবরে বাংলাদেশ সফরের কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু নিরাপত্তা শঙ্কায় সে সফর বাতিল করে অস্ট্রেলিয়া। কিন্তু এরপরেই বাংলাদেশ সফর করে ইংল্যান্ড। যার ফলে নিরাপত্তার বিষয়ে অস্ট্রেলিয়ার মনে যে শঙ্কা দাঁনা বেঁধেছিল তা দূর হয়। আর এ কারণেই অস্ট্রেলিয়া সিদ্ধান্ত পরিবর্তন করেছে বলে ধারণা করা হচ্ছে। চলতি বছরের আগস্ট এবং সেপ্টেম্বরের দিকে এ সফর হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান।

Post a Comment

Previous Post Next Post