টাইগারদের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি ঘোষণা

টাইগারদের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি ঘোষণা
স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ৯ বছর পর দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ। ২০১৭-১৮ মৌসুমে সেপ্টেম্বর-অক্টোবরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে দক্ষিণ আফ্রিকা যাবে বাংলাদেশ। এফটিপি অনুযায়ী সফরটি চূড়ান্ত থাকলেও বৃহস্পতিবার সূচি ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

সূচি অনুযায়ী আগামী বছরে ব্লোয়েমফন্টেইন ও পচেফস্ট্রুমে হবে দুই টেস্ট। এর আগে ২০০৮ ও ২০০২ সালেও ওই ভেন্যুতে বাংলাদেশের বিপক্ষেই টেস্ট খেলেছিল প্রোটিয়ারা। যদিও এরপর আর লঙ্গার ভার্সনে ওই ভেন্যুতে কোনও ম্যাচ আর হয়নি। সব ম্যাচই অনুষ্ঠিত হবে প্রোটিয়াদের লো প্রোফাইল গ্রাউন্ডে। তিন ওয়ানডে অনুষ্ঠিত হবে কিম্বারলি, পার্ল ও ইস্ট লন্ডনে।

বাংলাদেশকে আতিথ্য দেওয়ার পরই ভারতকে আতিথ্য দেবে প্রোটিয়ারা। চারটি টেস্ট, ৫টি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলা হবে। যদিও সফরের সবকিছু এখনও চূড়ান্ত হয়নি।

এই বছরেই বাংলাদেশসহ মোট দশটি টেস্ট খেলবে প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের সূচি:

সেপ্টেম্বর ২১-২৩: তিনদিনের প্রস্তুতি ম্যাচ

সেপ্টেম্বর ২৮-অক্টোবর ২: প্রথম টেস্ট, পচেফস্ট্রুম

অক্টোবর ৬-১০: দ্বিতীয় টেস্ট, ব্লোয়েমফন্টেইন

অক্টোবর ১২: প্রস্তুতি ম্যাচ

অক্টোবর ১৫: প্রথম ওয়ানডে, কিম্বারলি

অক্টোবর ১৮: দ্বিতীয় ওয়ানডে, পার্ল

অক্টোবর ২২: তৃতীয় ওয়ানডে, ইস্ট লন্ডন

অক্টোবর ২৬: প্রথম টি-টোয়েন্টি, ব্লোয়েমফন্টেইন

অক্টোবর ২৯: দ্বিতীয় টি-টোয়েন্টি, পচেফস্ট্রুম

Post a Comment

Previous Post Next Post