উদীচীর সভাপতি সফিউদ্দিন, সাধারণ সম্পাদক তপন

উদীচীর সভাপতি সফিউদ্দিন, সাধারণ সম্পাদক তপন
অনলাইন ডেস্কঃ বাংলাদেশের অন‌্যতম প্রাচীন সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠীর কমিটি হয়েছে। সংগঠনটির ২০তম সম্মেলনে নতুন এই কমিটিতে অধ‌্যাপক শফিউদ্দিন আহমেদকে সভাপতি ও জামসেদ আনোয়ার তপন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সফিউদ্দিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক; তপন আগের কমিটিতে সহ-সাধারণ সম্পাদক ছিলেন।

নতুন কমিটিতে কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন মামুনুর রশিদ। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন অমিত রঞ্জন দে, সঙ্গীতা ইমাম ও ইকবালুল হক খান।

সম্মেলনের তৃতীয় ও শেষ দিনে সাংগঠনিক অধিবেশনে পরবর্তী দুই বছরের জন্য ৯১ সদস‌্যের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন হয়। এ পর্বটি সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাহমুদ সেলিম।

‘জনতার ঐক্য দানবের দম্ভ ভাঙবেই’- স্লোগান নিয়ে ২২ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়ার মধ‌্য দিয়ে উদীচীর এবারের সম্মেলন শুরু হয়েছিল।

সম্মেলন উদ্বোধন করেন প্রথম শহীদ মিনারের অন্যতম রূপকার ডা. সাঈদ হায়দার। উদীচীর বিদায়ী সভাপতি কামাল লোহানীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলী গোলাম আরিফ টিপু।

Post a Comment

Previous Post Next Post