আমিন জাহানঃ
ইয়ুথ এন্ডিং হাঙ্গার সিলেটের, চলতি বছরের শেষ মাসিক ইয়ূথ ফলোআপ সভা
অনূষ্টিত হয়েছে। ইয়ুথ এন্ডিং হাঙ্গার সিলেটের ফেসিলিটেটর কামাল আহমদ গাজীর
সভাপতিত্বে গতকাল শনিবার (২৪ ডিসেম্বর) দপুরে সিলেট এম সি কলেজের শহীদ
মিনারে মাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত হয়।
সভায়
বক্তারা বলেন- এই বছরটি ছিল আমাদের আন্দোলন ও সংগ্রামের একটি বছর।
অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি, অন্যায় কে কখনো প্রশ্রয় দিবনা এটাই
আমাদের হোক দীপ্ত শপথ। দেশ ও দেশের জনগণের উন্নয়নের জন্য আমরা নিবেদিত
ভাবে আজীবন কাজ করে যাব ইনশাআল্লাহ্ । এরপর নতুন বছর কে সামনে রেখে,
সবাইকে নিয়ে কাজ করার জন্য ইয়ূথ লিডাররা দীপ্ত শপথ করেন। নতুন বছরটিতে
স্যাপ গুলু বাস্থবায়ন করার জন্য নতুন নতুন উদ্যোগ নেয়া হয়েছে। আমরা আশা করি
আগামি মাসেই প্রতিটি স্যাপের কাজ শুরু হবে। নতুন বছরটিতে আমরা সবাই যেন
একেকটি মহৎ কাজে অংশগ্রহন করতে পারি এটাই যেন থাকে আমাদের সবার মুল
টার্গেট।
এসময় উপস্থিত ছিলেন ইয়ূথ লিডার রাইমা, শিলা, খাদিজা, ফাহিম, রবিউল, রাজু, ফয়জুল, দেলোয়ার, ফারজানা, শিপার, সাদিয়া, জুয়েল প্রমুখ।
