২৪১৫ নাগরিক ফিরিয়ে নেবে মিয়ানমার

২৪১৫ নাগরিক ফিরিয়ে নেবে মিয়ানমার
অনলাইন ডেস্কঃ বাংলাদেশ থেকে ২৪১৫ নাগরিককে ফিরিয়ে নেবে মিয়ানমার। মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক কিয়াও জায়ার বরাত দিয়ে শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কিয়াও জায়া বলেন, আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী বাংলাদেশে মিয়ানমারের মাত্র ২৪১৫ নাগরিক রয়েছে। তবে বাংলাদেশের দাবি, রোহিঙ্গা সম্প্রদায়ের তিন লাখ মানুষ শরণার্থী হিসেবে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। যারা সবাই মিয়ানমারের নাগরিক এবং তাদের নিজ দেশে ফিরে যাওয়া উচিত।

তবে রোহিঙ্গাদের নিজেদের নাগরিক মানতে নারাজ মিয়ানমার। তাদের দাবি, রোহিঙ্গারা বাংলাদেশ থেকে আগত অবৈধ অভিবাসী।

কিয়াও জায়া বলেন, আমরা সব সময়ই নিজেদের কাছে থাকা তথ্যের পক্ষেই দাঁড়াবো।

তিনি আরও জানান, তাদের কাছে থাকা তথ্যের ভিত্তিতে বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের ২৪১৫ নাগরিককে ২০১৭ সালে ফিরিয়ে নেয়ার পরিকল্পনা নিয়েছেন তারা।

Post a Comment

Previous Post Next Post