বিনোদন ডেস্কঃ
মুক্তির ৪৮ ঘণ্টার মধ্যেই পাইরেসির শিকার হলো আমির খানের নতুন ছবি
‘দঙ্গল’। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছু সময়ের জন্য ফাঁস হয়ে
যায় এই ছবিটি।
জানা
গেছে, হাশমি আহ নামের একটি অ্যাকাউন্ট থেকে ফাঁস করা হয় ছবিটি। দুবাইয়ে
বসবাসকারী হাশমির এই ভিডিও দ্রুতই মুছে ফেলে ফেইসবুক কপিরাইট সংক্রান্ত
জটিলতার কারণে। কিন্তু তার আগেই ভিডিওটি দেখা হয়ে যায় আট লাখ ৩৩ হাজারেরও
বেশিবার।
কুস্তিগীর
মহাবীর ফোগাত-এর জীবনী নিয়ে নির্মীত ‘দঙ্গল’ সিনেমাটি মুক্তির প্রথম দিনেই
আয় করে নিয়েছে ২৯ কোটি ৭৮ লাখ রুপি। প্রথম সপ্তাহেই এর আয় ১০০ কোটি রুপি
ছাড়িয়ে যাওয়ার আশায় ছিলেন নির্মাতারা। কিন্তু পাইরেসির এই ঘটনা সে আশায়
কতটা প্রভাব ফেলে সেকথা বলবে সময়ই।
