আইসিসি এর সিদ্ধান্তে বিস্মিত ক্লার্ক

আইসিসি এর সিদ্ধান্তে বিস্মিত ক্লার্ক
স্পোর্টস ডেস্কঃ বেজায় অবাক মাইকেল ক্লার্ক। অস্ট্রেলিয়ার এই সাবেক অধিনায়কের চোখ কপালে তুলে দিয়েছে আইসিসি।
আইসিসি মনোনীত বছরের সেরা টেস্ট দলে স্টিভেন স্মিথ ও বিরাট কোহলির জায়গা না পাওয়াটাই এর কারণ

টুইটার বার্তায় নিজের বিস্ময় চাপতে পারেননি অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানো এই অধিনায়ক। ক্লার্ক লিখেছেন, ‘‌আমি ঠিক দেখছি তো?‌ ২০১৬-‌র আই সি সি টিমে কোহলি নেই?‌ স্মিথেরও জায়গা হয়নি?‌ বিশ্বের সেরা দুজন ব্যাটসম্যান ছাড়া বর্ষসেরা দল হয়?‌ হওয়া সম্ভব?‌’‌

Post a Comment

Previous Post Next Post