কুলাউড়ায় মহান বিজয় দিবসে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

কুলাউড়ায় মহান বিজয় দিবসে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা
স্টাফ রিপোর্টার: মাহন বিজয় দিবসে কুলাউড়ায় সাধারন জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার দুপরে এতিহ্যবাহি ইসলামি বিদ্যাপিঠ জালালীয়া আলিয়া মাদ্রাসার আয়োজনে এ কর্মসূচি সম্পন্ন হয়। উৎসবমূখর পরিবেশে মাদ্রাসা মিলনায়তনে অধ্যক্ষ মাওলানা ফারুক আহমদের সভাপতিত্বে ও মাদ্রাসার ছাত্র সংসদের জিএস মেধাবী ছাত্রনেতা মোহাম্মদ মাবরুরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন রাৎগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল জামাল। বিশেষ অতিথি ছিলেন সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক সিপার উদ্দিন আহমদ, সাপ্তাহিক সীমান্তের ডাকের সিনিয়র রিপোর্টার মোক্তাদির হোসেন,ইউআরসির সভাপতি সাংবাদিক মাহফুজ শাকিল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থীসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষার্থী ক্বারী আব্দুস সামাদ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন মাওলানা এবাদুর রহমান। পরে ২০১৭ সালের নতুন বছরের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন শেষে সাধারন জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার ও সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অতিথিরা।

Post a Comment

Previous Post Next Post