জুড়ীতে মাটি চাপায় শ্রমিকের মৃত্যু

জুড়ীতে মাটি চাপায় শ্রমিকের মৃত্যু
বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় রণজিৎ তংলা (৩৫) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে শিলঘাট চা বাগানের দহপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। সে ওই এলাকার রবিন্দ্র তংলার ছেলে।

জানা যায়, রাস্তা নির্মাণের জন্য উপজেলার শিলঘাট চা বাগানের দহপাড়ার একটি টিলা থেকে রণজিৎ কংলা মাটি কাটার কাজ করছিলেন। এসময় টিলার ওপর থেকে মাটি ধসে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়রা জুড়ী থানা পুলিশকে খবর দিলে পুলিশ সেখান থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Post a Comment

Previous Post Next Post