শাবিতে অ্যালামনাই গঠনে সিদ্ধান্ত, সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি


হোসাইন ইকবাল, শাবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় অ্যালামনাই গঠনের লক্ষ্যে প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ সভা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চার সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।

ঘোষিত কমিটিতে কো-কনভেনর হিসেবে মনোনীত হয়েছেন রসায়ন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ও সাবেক সহকারী অধ্যাপক ড. এম. মুজিবুর রহমান এবং শাকসুরের সাবেক জিএস শাব্বির এ চৌধুরী। সদস্য সচিব হয়েছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ও লিডিং ইউনিভার্সিটি, সিলেট-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. তাজ উদ্দিন এবং কোষাধ্যক্ষ হয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম। সভায় সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, “সাস্ট আমাদের গর্বের জায়গা। দেশ-বিদেশে সাস্টিয়ানরা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অবদান রেখে চলছেন। অ্যালামনাইয়ের কার্যক্রম ও পরিধি বাড়াতে একসাথে কাজ করতে হবে। শিক্ষার্থীদের কল্যাণে আর্থিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে অ্যালামনাইদের এগিয়ে আসা প্রয়োজন।”

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আশরাফুল আলম, মো. আব্দুস সালাম, সেলিম মো. আলী আজগর, মুস্তাফিজুর রহমান ও নজরুল ইসলাম প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন শাকসুরের সাবেক ভিপি দেলোয়ার ইসমাইল টিটু এবং সঞ্চালনা করেন খুরশিদ আলম হিটু। সহযোগিতায় ছিলেন ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক মখলিছুর রহমান পারভেজ ও এডভোকেট দেলোয়ার হোসেন শামীম।

আরও উপস্হিত ছিলেন মো: জাহেদুর রহমান চৌধুরী, মোহাম্মদ জসিম উদ্দিন, আলমগীর হোসেন, মো: জাকির হোসেন সিদ্দিকী জামাল, আবু তাহের, মুজাম্মেল হক প্রমুখ।

২০০৩-৪ সেশনের  শিক্ষার্থী মো:  জাকির হোসেন সিদ্দিকী জামাল    মিডিয়াকর্মীদের জানান,  সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে  সকলের অংশগ্রহণে   এই কমিটি শাবিপ্রবি) কেন্দ্রীয় অ্যালামনাই গঠনের মাধ্যমে  নতুন কিছু উপহার দিবে।  দেশ এগিয়ে নিতে  মেধাবীদের সমন্বয় প্রয়োজন।  এই কমিটির পরিধি বৃদ্ধি করে  মেধাবীদের মিলনমেলা ঘটবে। এতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।



Post a Comment

Previous Post Next Post