জামিন পেলেও ছাড়া পাননি বাসদ নেতা জাফর ও প্রণব


নিউজ ডেস্কঃ ভাঙচুরের মামলায় আদালত থেকে জামিন পেলেও কারাগার থেকে ছাড়া পাননি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর ও সদস্যসচিব প্রণব জ্যোতি পাল।

তাদের অন্য দুটি মামলায় জেল হাজতে রাখা হয়েছে বলে জানা গেছে। তবে এভাবে আটকে রাখা বেআইনী বলছেন তাদের আইনজীবীরা।

অবৈধ ব্যাটারি রিকশা চালকদের পক্ষে আন্দোলনে নেমে গত শনিবার নগরের আম্বরখানা এলাকার নিজ কার্যালয় থেকে আটক হন বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর ও সদস্যসচিব প্রণব জ্যোতি পাল। পরে যানবাহন ভাঙচুরের দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।

এরপর সোমবার সকালে সিলেট মহানগর হাকিম আদালত-১ এর বিচারক মো. শরিফুল হক তাদের দুজনের জামিন মঞ্জুর করেন। সোমবার সকালে জামিন হলেও মঙ্গলবার বিকেল পর্যন্ত তারা কারাগার থেকে ছাড়া পাননি।

এ ব্যাপারে সিলেট কেন্দ্রিয় কারাগারের জেলার আরিফুর রহমান বলেন, দুই বাসদ নেতার বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে। একারণে ভাঙচুরের মামলায় জামিন পেলেও তাদের ছাড়া হয়নি।

তিনি বলেন, তাদের পরিবারের সদস্যদেরও বিষয়টি বুঝিয়ে বলা হয়েছে।

তবে এভাবে আটকে রাখা বেআইনী দাবি করে প্রণব ও জাফরের আইনজীবী রনেন সরকার রনি মঙ্গলবার বিকেলে বলেন, জাফর ও প্রণবের বিরুদ্ধে আরও দুটি মামলা হয়েছে বলে শুনেছি। তবে বিকেল পর্যন্ত এসব মামলার ব্যাপারে আদালত কোন নির্দেশনা দেননি। আদালতের নির্দেশনা ছাড়া কারাগার কর্তৃপক্ষ কাউকে আটকে রাখতে পারে না। এটা বেআইনী।

Post a Comment

Previous Post Next Post