বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে সরওয়ার আলম বেলাল এর শুভেচ্ছা

 



স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুলাউড়া উপজেলা ও প্রত্যেক ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা বিএনপির আসন্ন কাউন্সিলে সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক পদপ্রার্থী, উপজেলা বিএনপির সাবেক স্বেচ্চাবিষয়ক সম্পাদক সরওয়ার আলম বেলাল।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা জানান। 

সরওয়ার আলম বেলাল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীসহ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাতির এক মহা ক্রান্তিলগ্নে বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের হারিয়ে যাওয়া গনতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শে উজ্জীবিত হয়ে একজন সক্রিয় কর্মী হিসেবে প্রথম ছাত্রদলের রাজনীতি শুরু করি ১৯৮৩ সালে। ১৯৮৭ সালে তৎকালীন কুলাউড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য, পরবর্তীতে ব্রাহ্মনবাজার ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি, কুলাউড়া ডিগ্রি কলেজ ছাত্রলের সিঃ সদস্য, ব্রাহ্মনবাজার ইউনিয়ন যুবদলের সভাপতি, উপজেলা যুবদলের সিঃ সদস্য, কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি, কুলাউড়া উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন সময় দলের গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন করি। 

দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের প্রত্যকটি আন্দোলন, মিছিল, মিটিং এ রাজপথে ছিলাম, এখনো আছি ভবিষ্যতেও থাকবো।

প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও স্বপ্নকে বাস্তবায়ন করতে তারুণ্যের অহংকার তারেক রহমান ও গনতন্ত্রের প্রতিক দেশনেত্রী বেগম খালেদা জিয়া অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ দিয়ে বাংলাদেশকে বৈপ্লবিক পরিবর্তন ও গনতন্ত্র প্রতিষ্ঠা আন্দোলনে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। দেশের এই ক্রান্তিলগ্নে গনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ত্যাগী ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। গনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন ও তৃনমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করে এগিয়ে নিতে এবং সংগঠনকে সঠিক রাজনৈতিক চর্চা সহ তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে এবারের উপজেলা বিএনপির কাউন্সিলে  সর্বস্তরের নেতাকর্মী আমাকে কুলাউড়া উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করবেন বলে আমি বিশ্বাস করি।

দেশের সাধারণ মানুষের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে । তাই আজকে প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদেরকে শপথ নিতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, আর সে লক্ষ্যে সকল আন্দোলনে সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। সকলকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। 

Post a Comment

Previous Post Next Post