নিউজ ডেস্কঃ কবি লেখক সংগঠক ও প্রকাশক গোবিন্দ ধরের ৫৫তম জন্মদিন উপলক্ষে কুমারঘাট মাঙ্গলিক হলঘরে অনুষ্ঠিত হলো বইবাড়ি ফাউন্ডেশন আয়োজিত সাংস্কৃতিক সমাবেশ। ৩০ জুলাই বুধবারে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে ত্রিপুরা ছাড়াও পশ্চিমবঙ্গ থেকেও এসেছিলেন দু'জন অতিথি কবি ও কথাকার বেবী সাউ, কবি শশাঙ্কশেখর পাল। পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি ও কথাকার বেবী সাউকে দেওয়া হয় সুষমারাণী ধর স্মৃতি স্রোত সাহিত্য সম্মান ২০২৫। কবি শশাঙ্কশেখর পালকে দেওয়া হয় দক্ষিণারঞ্জন ধর স্মৃতি স্রোত সাহিত্য সম্মান ২০২৫। এছাড়াও উপস্থিত অতিথিদেরকে উত্তরীয় ব্যজ ও স্রোত সাহিত্য সম্মান ২০২৫ প্রদান করে বরণ করে নেওয়া হয়।
ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে অনুষ্ঠানে কবি লেখক শিল্পীর সমাগমে মুখরিত হয়েছিল সাংস্কৃতিক সমাবেশ। উপস্থিত ছিলেন কবি মিলনকান্তি দত্ত, মন্টু দাস, ড. দেবব্রত দেবরায়, কবি ও প্রকাশক বিজন বোস। সভাপতিত্ব করেন নিয়তি রায়বর্মন। এছাড়াও প্রকাশনা মঞ্চের সম্পাদক কবি সুবীর সেনঘোষ ও সহ সম্পাদক দীপেন নাথশর্মা, কথাসাহিত্যিক জহর দেবনাথ, কবি প্রদীপ বিশ্বাস, কবি ভুলুকুমার দেববর্মা, কবি নিবারণ নাথ, রতন চন্দ, সুমিতা বর্ধন, দীপেন নাথশর্মা, সুচিত্রা দাস, কল্যাণী ভট্টাচার্য, শ্যামলকান্তি দে, সন্ধ্যা দেবনাথ, জগদীশ দেবনাথ, আশীষকান্তি সাহা, দিব্যেন্দু নাথ, অনিতা ভট্টাচার্য, নন্দিতা ভট্টাচার্য, ছড়াকার অমলকান্তি চন্দ, স্থানীয় শিক্ষক পুলিন দেবনাথ, আয়ুষ আর্ট সেন্টারের কর্ণধার অনিল দে, স্বরবর্ণ লিটল ম্যাগাজিন ও প্রকাশনার প্রকাশক সুমিতা দেব উপস্থিত ছিলেন।
শুরুতে কচিকাঁচা কিশোর কিশোরীদের দ্বারা উদ্বোধনী সংগীত পরিবেশন করা হয়। গোবিন্দ ধরের কথায় সুরারোপ করেন অনিতা ভট্টাচার্য ও সুমিতা দেব। গোবিন্দ ধরের কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন ঝুমা দে,পূরবী সিনহা, লীলাবতী সিনহা, অসীমা দেবী। অনুষ্ঠানে অতিথিদের হাত ধরে সাতটি বই প্রকাশিত হয়। কুমারঘাট মাঙ্গলিক হলে 'কথাশ্রমিক গোবিন্দ ধর' শীর্ষক অনুষ্ঠানে রাজ্য ও বহির্রাজ্যের কবি সাহিত্যিকদের সমাবেশ চলে বিকেল তিনটে থেকে রাত ন'টা পর্যন্ত। আলোচনা, কবিতা পাঠ, সংগীত এবং নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানটি ছিল উপভোগ্য। প্রত্যেকের আলোচনায় উঠে এসেছে কবি ও সাহিত্যিক, সম্পাদক, সংগঠক প্রকাশক গোবিন্দ ধরের সৃজনশীলতার বিভিন্ন দিক। এই আয়োজনে সহযোগিতা করেন প্রকাশনা মঞ্চ, অন্যপাঠ, স্রোত পরিবার, আয়ুষ আর্ট সেন্টার, অন্যপাঠ প্রকাশনা সংস্থা। উজ্জ্বয়ন্ত কবিতামালা মিলনকান্তি দত্ত সম্পাদিত ত্রিপুরার কবিতা বইটি সকল অতিথিদের হাত ধরে পাঠ উন্মোচন করা হয়। উন্মোচন করা হয় অনিতা ভট্টাচার্যের ছড়া সংকলন মিঠির বায়না, নীর মহলের আত্মকাহিনী পাপিয়া দাস, শশাঙ্ক শেখর পাল সম্পাদিত লিটল ম্যাগাজিন কবিতার দেশ, সুমিতা দেব সম্পাদিত লিটল ম্যাগাজিন স্বরবর্ণ ও পঞ্চান্নে গোবিন্দ ধর সংকলনটিও অতিথিদের হাত ধরে পাঠ উন্মোচন করা হয়। পরিশেষে সভাপতি নিয়তি রায়বর্মনের আলোচনায় প্রথমপর্ব সমাপ্তি শেষে অনুষ্ঠানে উপস্থিত সকলেই কবি কথাশ্রমিক গোবিন্দ ধর বিষয়ক আলোচনায় ঋদ্ধ হয়ে উঠেছে সমগ্র অনুষ্ঠান। সকল কবি সাহিত্যিকদেরকে স্রোত সাহিত্য সম্মান ২০২৫ প্রদান করা হয়। তাছাড়া গোবিন্দ ধরের ছড়ায় আঁকিবুঁকি অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয় আয়ুষ আর্ট সেন্টারের প্রতিযোগীদের। ৫০ জন কচিকাঁচা খুদে অঙ্কনশিল্পীদের হাতে তুলে দেওয়া হয় মেমোন্টো ও প্রশংসাপত্র। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি নন্দিতা ভট্টাচার্য। কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন স্রোত প্রকাশনার কর্ণধার গোবিন্দ ধর।