মৌলভীবাজারে জেলা ছাত্রদলের বি ক্ষো ভ মিছিল

 


স্টাফ রিপোর্টার: গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মৌলভীবাজার জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করছে। স্লোগানে স্লোগানে উত্তাল ছিল ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিণ্ডি যাবে রাজাকার’।

১৪ জুলাই সোমবার বিকেলে মৌলভীবাজার পৌর কার্যালয় প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের চৌমুহনা এলাকা হয়ে সিকান্দর আলী সড়ক মোড়ে গিয়ে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত থেকে ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, সিনিয়র সহ-সভাপতি মাজহারুল ইসলাম মহসিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপনসহ অন্যান্যরা। বিক্ষোভ মিছিলে জেলা, সদর উপজেলা, পৌর ও কলেজ শাখার বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

Post a Comment

Previous Post Next Post