হিফজুর রহমান তুহিন, কমলগঞ্জ প্রতিনিধি: এলাকায় একাধিক ডিপ-টিউওয়েল থাকার কারনে চাপ টিউবওয়েলে উঠছেনা পানি, খাবার পানির সংকটে বাড়ছে দুর্ভোগ। কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামে পানির তীব্র সংকট দেখা দিয়েছে যা সাধারন মানুষের ভোগান্তির শেষ নেই। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় ভূগর্ভস্থ পানির স্তর নেমে গেছে নিচে। বৃষ্টিহীনতা ও টিউবওয়েলে পানি না ওঠায় জনজীব অস্থির।
সরেজমিন পতনউষার ইউনিয়নের বৃনন্দাবনপুর, দর্গাহপুর রসিদ পুর, সোনারগাঁও বলরামপুর, লক্ষীপুর, শ্রীরামপুর এলাকা ঘুরে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বেশির ভাগ টিউবওয়েলে পানি উঠছে না।রসিদপুর গ্রামের শিমুল আহমেদ বলেন,এক গ্লাস পানি ওঠাতে অন্তত ৫ মিনিট সময় লাগে। প্রতি বছরের ডিসেম্বর, জানুয়ারী মাসের মাঝামাঝি হতে এ সমস্যা থাকে।পতনঊষার ইউনিয়নের
সোনারগাঁও বলরামপুর গ্রামের নুরুল ইসলাম হারুন মাস্টার বলেন, আমাদের এলাকায় প্রায় ১০০ পরিবারের নলকূপে পানি আসেনা। আমার নলকূপ দুটি আছে একটি হলো ১৬০ ফুট আর একটি ১৩০ ফুট গভীর। এখন দুইটা নলকূপেই পানি আসেনা। অনেক কষ্ট করে পানি খেতে হয়।
মৌলভীবাজার জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ খালেদুজ্জামান বলেন, আসলে বছরের এই সময়টাতে পানির গভীরতা কমে যায় এজন্য অগভীর অনেক নলকূপে পানির সংকট দেখা যায়। এসব নলকূপ ব্যক্তিগত ভাবে লাগানো হয়েছে। তবে সরকারি ভাবে যেসব নলকূপ বসানো হয়েছে এগুলোতে পানির সংকট দেখা দেওয়ার কথা নয়।
কমলগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সজিব আহমেদ বলেন, শুষ্ক মৌসুম আসলেই এই সমস্যা হয়। আসলে বোরো মৌসুমে সেচ দিয়ে পানি তুলার কারণে পানির স্তর নেমে যায়। এই কারণে অগভীর নলকূপ গুলো থেকে পানি পাওয়া যায়না।