কমলগঞ্জ ৬ দিন ব্যাপী আলোচনা সভা ও বিজয় উৎসব পালন


হিফজুর রহমান তুহিন, কমলগঞ্জ: গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) ফুটবল খেলার মধ্য দিয়ে বিজয় উৎসব শুরু হয়ে আজ মঙ্গলবার(১৬ ডিসেম্বর) আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবটি শেষ হয়েছে।

মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জের পতনঊষার ইউনিয়ন পরিষদের আয়োজনে ৬ দিন ব্যাপী বিজয় উৎসব পালন করা হয়। বিজয় উৎসব উপলক্ষে ফুটবল, ক্রিকেট, সাঁতার, কাবাডি, হাস ধরা, ব্যাডমিন্টন, হাঁড়ি ভাঙা, তৈলাক্ত বাঁশ বেয়ে উপড়ে উঠাসহ বিভিন্ন খেলাধুলার পাশাপাশি নানান প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

পতনঊষার ইউনিয়ন পরিষদের সদস্য তোয়াবুর রহমান তবারক বলেন,বিজয় উৎসব উপলক্ষে সারা ইউনিয়নে গত কয়েকদিন একটা উৎসবের আমেজ বিরাজ করছে। সকল বয়সী মানুষেরা মন খুলে আনন্দ করেছে।  বিষয়ে জানতে চাইলে পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান জানান, আমরা দীর্ঘদিন পর মহান বিজয় দিবস উপলক্ষে ৬ দিনের একটা বিজয় উৎসব পালন করেছি। এই উৎসব সকল শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছেন। আমাদের এই উৎসব তরুণ প্রজন্মকে আরও উৎসাহিত করে তুলবে।

Post a Comment

Previous Post Next Post