৫০০ দৌড়বিদের অংশগ্রহণে সিলেটে ১০ কি.মি ট্রেইল রান


এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট ব্যুারো: শুক্রবার সকালে  দেশের নানা  প্রান্ত থেকে আসা নারী এবং পুরুষসহ প্রায় ৫০০ দৌড়বিদের  অংশগ্রহণে সিলেট রানার্স কমিউনিটি আয়োজনে  সিলেট নগরীতে প্রথম বারের মত অনুষ্ঠিত হয়েছে ১০ কি.মি ট্রেইল রান। 

সিলেটের সবুজের চাদরে ঢাকা মালনীছড়া চা বাগানের আঁকাবাঁকা পথ আর টিলায় ১০ কি.মি ট্রেইল রান করেন দৌড়বিদরা।সকাল সাতটায় রান শুরু মালনীছড়া থেকে শেষ হয় হিলুয়া চা বাগান স্কুল মাঠে। 

এই রান নারী-পুরুষ  দুটি বিভাগে অনুষ্ঠিত হয়ে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন গোলাম রাহাত তোফায়েল, দ্বিতীয় স্থান অর্জন করেন  দীপ তালুকদার, তৃতীয় স্থান অর্জন করেন, মিলন গোয়ালা এবং নারী বিভাকে চ্যাম্পিয়ন হন, তাবাসসুম ফেরদৌস,দ্বিতীয় স্থান অর্জন করেন, সালেহা খাতুন মনি, তৃতীয় স্থান অর্জন করেন সুনেরা ইসলাম। 

পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন  ১০ কিলোমিটার  ট্রেইল রান সম্পূর্ণ করেন ৩৮ মিনিটে এবং নারী বিভাগে চ্যাম্পিয়ন ১০ কিলোমিটার  ট্রেইল রান সম্পূর্ণ করেন ১ঘন্টা ৩  মিনিটে। 

সিলেট রানার্স কমিউনিটির এডমিন হাসান আহমেদ জানান রানার্স কমিউনিটি প্রতিষ্ঠার লগ্ন থেকে মানুষের সুস্বাস্থ্যের জন্য কাজ করে যাচ্ছে, আমরা রানিং ইভেন্টসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করি মানুষকে স্বাস্থ্য সচেতন করার জন্য এবং আমাদের তরুণ সমাজের খেলাধুলায় যেন আগ্রহ বাড়ে।  

রান শেষে বিজয়ীদের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট  পুরস্কার হিসেবে  তুলে দেন আয়োজকরা। 

সমাপনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন সিলেট রানার্স কমিউনিটির এডমিন  হাসান আহমেদ, সৈয়দ সোহাগ, ফয়েজ আহমেদ, মোঃ আবু সালেহ, কামরুল ইসলাম, মাহমুদুর রহমান মিতুল, সাইফুল ইসলাম প্রমূখ।

Post a Comment

Previous Post Next Post