ভিন্নধর্মী আয়োজনে ১১ বছরের বড় মোটিভেশনাল স্পিকারকে বিয়ে নায়িকার


বিনোদন ডেস্ক: পূজা ও দীপাবলি নিয়ে ভারতজুড়ে এখন উৎসবের আমেজ। পাশাপাশি তারকাদের অনেকের ব্যক্তিগত জীবনেও তৈরি হচ্ছে আনন্দের মুহূর্ত। কেউ মা হচ্ছেন, কেউ অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিচ্ছেন, কেউবা বিয়ে করছেন।

এসবের মধ্যেই সম্প্রতি নজর কাড়ল মালয়ালম ইন্ডাস্ট্রির দুই তারকার বিয়ে। এই শুভ সময়ে ভিন্নধর্মী এক বিয়ের আয়োজন মন জয় করেছে অনেকেরই।

৪৯ বছর বয়সি অভিনেতা ক্রিস ভেনুগোপালকে বিয়ে করলেন ৩৮ বছরের অভিনেত্রী দিব্যা শ্রীধর। দু'জনেই মালয়ালম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। ছোট পর্দা বা বড় পর্দা, বর-কনের জনপ্রিয়তা কম নয়। ক্রিস অবশ্য একজন মোটিভেশনাল স্পিকার বটে। এই পরিচয়েই বেশ সুনাম তার।

নিজের বিয়েতেও বড় কোনো পরিবর্তন আনেননি ক্রিস। লম্বা সাদা দাড়ি আর লম্বা চুল, ঊর্ধাঙ্গ পোশাকবিহীন। অন্যদিকে, দিব্যার পরনে ঐতিহ্যবাহী পোশাক। দক্ষিণী শাড়িতে সেজেছিলেন কনে।

দীপাবলির আগের দিন, গত ৩০ অক্টোবর মন্দিরে বিয়ে করেন এই অভিনেত্রী। বিয়ের পরে মন্দিরের বাইরে হাত ধরে হাঁটতে দেখা যায় দু'জনকেই।

যুগলের আলাপ ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে। তবে কেবল কর্মজীবনের কারণে নয়, দিব্যা মাঝেমধ্যেই খবরের শিরোনাম হয়েছেন ব্যক্তিগত কারণেও। এটা ছিল তার দ্বিতীয় বিয়ে। যেখানে অভিনেত্রীর সন্তানরাও অংশ নিয়েছিলেন।

অনুরাগীদের অভিনন্দনের পাশাপাশি কটাক্ষেরও শিকার হতে হচ্ছে অভিনেত্রীকে। একে দ্বিতীয় বিয়ে, তারপর পাত্র ১১ বছরের বড়, সব মিলিয়ে ভ্রু কোঁচকাচ্ছে দক্ষিণী ইন্ডাস্ট্রির একাংশ।

ক্রিস ভেনুগোপালের সঙ্গে শুরুর দিকে কেবল বন্ধুত্বের সম্পর্ক ছিল দিব্যার। ক্রিসের মোটিবেশনাল সভায় যোগ দিতেন তিনি। পরবর্তীকালে তাকে বিয়ের প্রস্তাব দেন ক্রিস। গুরুবায়ুর মন্দিরে ঘনিষ্ঠদের উপস্থিতিতে বিয়ে সারেন এই জুটি। 

প্রথম স্বামীর সঙ্গে দিব্যার দুই সন্তান। তাদের সম্মতি নিয়ে তবেই এই বিয়েতে রাজি হয়েছেন, এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। তার মতে, সন্তানরা এতদিনে বাবা পেয়েছে। 

Post a Comment

Previous Post Next Post