জাতীয় ক্রিকেট লিগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন সিলেট


স্পোর্টস ডেস্কঃ ২৬ বছর পর প্রথমবারের মতো জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট বিভাগ। সিলেটের এই কৃতিত্বে খুশি কোচ - খেলোয়াড়রা। এই লিগে ১৫০ উইকেট নেওয়া মাইলফলক ছুয়েছেন সিলেটের সন্তান নাসুম। ম্যাচ শেষে জানালেন আরও বড় কিছু করার আশা। আর সিলেটের কোচ রাজিন সালেহ জানান তিন বিভাগে ভালো করেছে দল। তবে ব্যাটেরদের দিকে আরেকটু নজর দিতে হবে।

মঈন খানের করা বলটাকে কাউ কর্নারের দিকে পাঠিয়ে ১টি রান নিলেন সিলেটের অধিনায়ক অমিত হাসান। এর মধ্যে দিয়েই গড়া হলো ইতিহাস। বরিশালের দেওয়া ১০৫ রানের লক্ষ্য ছুঁয়ে ২৬ বছর পর প্রথমবারের মতো জাতীয় লিগে চ্যাম্পিয়ন হয়ে গেল সিলেট।

প্রথমবার দেশসেরা হওয়ার স্বাদ পেলেন ঘরের মাঠ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামেই। আগের দিনই বরিশালকে দ্বিতীয় ইনিংসে ১৪২ রানের অলআউট করে ম্যাচ জিততে ১০৫ রানের লক্ষ্য পায় সিলেট। গতকাল ব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি সিলেটের। আজ দলটি লক্ষ্য ছুঁয়ে ফেলল দিনের প্রথম সেশনেই ৫ উইকেট হারিয়ে। চ্যাম্পিয়ন হয়ে গেল এক ম্যাচ হাতে রেখেই।

এই ম্যাচে জাতীয় ক্রিকেট লিগে ১৫০ উইকেট নেওয়া মাইলফলক স্পর্শ করেছেন জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদ। ম্যাচ শেষে জানালেন তার অনুভূতি, বললেন জাতীয় লীগে বড় কিছু করার আশা।

প্রথমবারের মতো জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হওয়ার উচ্ছসিত সিলেটের কোচ রাজিন সালেহ। জানালেন ব্যাটিং - বোলিং ও ফিল্ডিং তিন বিভাগে ভালো করেছে দল। তবে ব্যাটেরদের বিশেষ করে ওপেনারদের নিয়ে একটু কাজ করতে হবে।

ষষ্ঠ ম্যাচে পাওয়া তৃতীয় জয়ের পর সিলেটের পয়েন্ট ৩৭। এই রাউন্ডে জয় পাওয়া অন্য দুটি দল ঢাকা বিভাগের পয়েন্ট ২৪, খুলনা বিভাগের ২২। ড্র হতে যাওয়া রংপুর-ঢাকা মহানগর ম্যাচ শেষে রংপুরের পয়েন্ট হতে পারে ২৩ ও মহানগরের ২১। তলানির দুই দল দল রাজশাহী ও বরিশালের পয়েন্ট ১০ ও ৪।

Post a Comment

Previous Post Next Post