বিনোদন ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ছোট পর্দা থেকে শুরু করে চলচ্চিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা লাভ করেছেন। তার অভিনয়ের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং সেরা অভিনেতা বিভাগে একটি মেরিল-প্রথম আলো ও দুটি সমালোচক পুরস্কার লাভ করেন।
তবে এতো সফলতার পরেও তাকে নিয়ে বিতর্ক যেন জোঁকের মতো জেঁকে বসেছে । শুরুটা মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় থেকে। আন্দোলনের সময় সাধারণ জনগণের পাশাপাশি তারকারও শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে তাদের পাশে ছিল।
তবে এ বিষয় নিয়ে চুপ থাকতে দেখা গেছে চঞ্চল চৌধুরীকে। এরপর বেশ সমালোচনা শিকার হয়েছিলেন তিনি। এবার ওপার বাংলার টেলিভিশন উপস্থাপন ময়ূখ রঞ্জন ঘোষের সঙ্গে পুরোনো কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
২০২২ সালের সেপ্টেম্বর মাসে ময়ূখ তার ফেসবুক আইডিতে চঞ্চলকে ট্যাগ করে ছবি শেয়ার করেছিলেন। যেখানে ক্যাপশনে লিখেছিলেন, ‘সাদা সাদা কালা কালা, রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগলা, বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্ত কালে তোমায় বলতে পারিনি।’