সুনামগঞ্জের চার থানার ওসি বদলি, পুলিশ লাইনের সংযুক্ত


এমদাদুর রহমান চৌধুরী জিয়া: জনস্বার্থে সুনামগঞ্জ জেলায় চার থানার অফিসার ইনচার্জ (ওসি)-কে বদলি করা হয়েছে। 

বদলিকৃত ওসিরা হলেন, জেলার শাল্লা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, জামালগঞ্জ থানার ওসি দিলীপ কুমার দাস, ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ আকবর হোসেন ও মধ্যনগর থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন।

মঙ্গলবার রাতে পুলিশ হেডকোয়ার্টারের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ হেডকোয়ার্টার সূত্র আরো জানায়, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সুনামগঞ্জের নবাগত পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান (বিপিএম) স্বাক্ষরিত অফিস আদেশে জেলার ওই চার থানার ওসিদেরকে জনস্বার্থে বদলি করা হয়। বদলিকৃত ওসিদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post