সুনামগঞ্জের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া


এমদাদুর রহমান চৌধুরী জিয়া: বাণিজ্য মন্ত্রনালয়ের উপ সচিব মোহাম্মদ ইলিয়াস মিয়াকে সিলেটের সুনামগঞ্জের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট হিসাবে পদায়ন করা হয়েছে।

সারা দেশের ন্যায় ৩৫ জেলায় নতুন জেলা প্রশাসক পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠপ্রশাসন শাখা থেকে এক প্রঙ্গাপনে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।  

ওই একই প্রঙ্গাপনে জানানো হয়,বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইলিয়াস মিয়াকে সুনামগঞ্জে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠপ্রশাসন শাখার উপসচিব মোহাম্মদ ইব্রাহীম স্বাক্ষরিত প্রঙ্গাপনে সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসক  ও জেলা ম্যাজিষ্ট্রেট হিসাবে পদায়নের এর বিষয়টি নিশ্চিত করা হয়।  নবাগত জেলা প্রশাসক  বাংলাদেশ সিভিল সার্ভিসের  ২৭ তম ব্যাচের  বিসিএস ক্যাডার তিনি। 

তবে  একই ২৭ ব্যাচ (বিসিএস) সুনামগঞ্জের বর্তমান জেলা প্রশাসক   মোহাম্মদ  রাশেদ ইকবাল চৌধুরী  কে জনপ্রশাসন মন্ত্রণালয় কোন জায়গায় পদায়ন  করেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রনালায় ২০২৩ সালের ৫ ডিসেম্বর সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট হিসাবে পদায়ন করে।

Post a Comment

Previous Post Next Post