বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত

 


নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে আলীনগর বিজিবি ক্যাম্প-সংলগ্ন সীমান্তবর্তী ১৮৪৬ নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত দুই যুবক কামরুল ইসলাম (২২) ও চান্দ আলীকে (৪০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া গ্রামের ভারতের সীমান্তবর্তী ১৮৪৬ নং সীমানা পিলার এলাকায় গনকিয়া গ্রামের ঈদন আলীর ছেলে কামরুল ইসলাম ও শিকড়িয়া গ্রামের জব্বার আলীর ছেলে চান্দ আলী মহিষ চড়াচ্ছিলেন। এ সময় টহলরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুলাউড়া সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক গুরুতর আহত কামরুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী হাসপাতালে স্থানান্তর করেন।

কুলাউড়া সরকারি হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. জাকির হোসেন জানান, কামরুল ইসলামের হাতে চারটি গুলি করা হয়েছে। চান্দ আলীর ডান পায়ে গুলি লেগেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে।

আলীনগর বিজিবি ক্যাম্পের কমান্ডার হরি জীবন ঘটনা সর্ম্পকে অবগত নন বলে জানান।

Post a Comment

Previous Post Next Post