এমদাদুর রহমান চৌধুরী জিয়া: বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি বলেছেন, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিশুদের মধ্যে ইসলামি আদর্শ ও সামাজিক মূল্যবোধের জাগ্রত হয়, তা সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপনে মুখ্য ভূমিকা পালন করে। সিলেটে বিভাগীয় কমিশনারের কার্যালয় ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ইসলামিক ফাউন্ডেশন অডিটোরিয়ামে আজ বুধবার ১২ জুন 'আর্থ সামাজিক উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের গুরুত্ব' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ মো. হুমায়ুন কবীর। সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. মহিউদ্দিন এবং মূলপ্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী ওয়াক্কাস।
বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি এ কার্যক্রমে শিক্ষক হিসেবে কাজ করা মসজিদের ইমামদের উদ্দেশে বলেন, ধর্ম নিয়ে তর্ক-বিতর্কে জড়িয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক। সমাজের বৃহৎ স্বার্থে জঙ্গিবাদ, যৌতুক এবং নারী ও শিশু নির্যাতন বিরোধী মতামত গঠনে ভূমিকা রাখতে হবে। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে উদ্ধুদ্ধকরণ, দুর্যোগ ও মহামারীতে আতঙ্কিত না হয়ে মানুষের পাশে দাঁড়ানো এবং সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপনের মুখ্য ভূমিকা পালনের আহ্বান জানান আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি।
এ মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রধান উদ্দেশ্য হচ্ছে, সারাদেশে মসজিদ অবকাঠামো ব্যবহার করে মসজিদ নিকটবর্তী শিশুদের জাতীয় শিক্ষানীতির আলোকে প্রাক-প্রাথমিক ও কুরআন শিক্ষা দেওয়া। এর পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়সহ প্রাক-প্রাথমিক শিক্ষা সম্পন্নকারী শিক্ষার্থীর ভর্তির হার বৃদ্ধি ও শিক্ষাথীদের ঝরে যাওয়া রোধ করা।