কুশিয়ারা নদীতে ধরা পড়েছে ৩০ কেজি ওজনের বাঘাইড় মাছ


নিউজ ডেস্কঃ সিলেটের ওসমানীনগরে কুশিয়ারা নদী এক জেলের জালে জালে ৩০ কেজি ওজনের একটি বিশাল বাঘাইড় মাছ ধরা পড়েছে।

শুক্রবার রাতে উপজেলার ব্যবসায়ীক প্রাণ কেন্দ্র গোয়ালাবাজারে বিক্রির জন্য মাছটি তুলেছিলেন এক মৎস্য ব্যবসায়ী। মাছের দাম হাঁকা হয়েছে ৫৫ হাজার টাকা। অনেক দামাদামির এক পর্যায়ে বাঘাইড়টি ২২ হাজার টাকায় বিক্রি করা হয়।

গত শুক্রবার রাতে সরজমিন গোয়ালাবাজারে গিয়ে দেখা যায় এই বিশাল আকৃতির বাঘাইড় মাছটি দেখার জন্য মৎস্য ব্যবসায়ী আনু মিয়ার দোকানে ভিড় জমে গেছে। মাছটি একনজর দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে মানুষ আনু মিয়ার দোকানে এসে ভিড় জমিয়েছেন।

মৎস্য ব্যবসায়ী আনু মিয়া বলেন, গত শুক্রবার উপজেলার শেরপুর কুশিয়ারা নদীতে এক জেলের জালে ৩০ কেজি ওজনের এই বাঘাইড় মাছটি ধরা পড়ে। সেই জেলের নিকট থেকে বাঘাইড়টি ক্রয় করে স্থানীয় গোয়ালাবাজারে বিক্রির জন্য তুলেছেন তিনি। বাঘাইড়টি ২০ হাজার টাকা দাম হলেও শেষ পর্যন্ত রাতেই এক প্রবাসীর নিকট বাঘাইড় মাছটি ২২ হাজার টাকায় বিক্রি করেন বলে আনু মিয়া জানিয়েছেন।

Post a Comment

Previous Post Next Post