প্রহসনের ডামি নির্বাচন ইতিমধ্যেই জনগণ বর্জন করেছে – বাম গণতান্ত্রিক জোট


স্টাফ রিপোর্টার: একতরফা প্রহসনের নির্বাচন বর্জন, সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধিনে নির্বাচন,নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর দাবিতে প্রেসক্লাবের সম্মুখে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা সভাপতি খন্দকার লুৎফর রহমান এবং সঞ্চালনা করেন সিপিবি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য জহর লাল দত্ত। বক্তব্য রাখেন সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট নিলিমেষ ঘোষ বলু, সহকারী সাধারণ সম্পাদক এডভোকেট মাসুক মিয়া, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ জেলা সদস্য এডভোকেট আবুল হাসান, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশী প্রমুখ নেতৃবৃন্দ। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক সমিতি, যুব ইউনিয়ন, উদীচী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট , বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জেলার নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, একতরফা প্রহসনের ৭ জানুয়ারির নির্বাচন জনগণ ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও সরকার একে দলীয় প্রতিষ্ঠানে রূপান্তর করছে। বিরোধী সভা-সমাবেশে সরকার দমন-পীড়ন করছে। আজ মৌলভীবাজার শহরের রাস্তা বন্ধ করে সমাবেশের মঞ্চ তৈরি করছে। জনগণ দুর্ভোগ তৈরি করে এমন সভা-সমাবেশ বন্ধে প্রশাসনের কোনো তৎপরতা দেখা না গেলেও। পরপর বাম গণতান্ত্রিক জোটের সমাবেশে পুলিশ প্রশাসন ন্যাক্কারজনক হামলা করল। এ হলো বাংলাদেশের শেখ হাসিনা গণতন্ত্র। দ্রব্য মূল্য বৃদ্ধিকারী সিন্ডিকেট শক্তিকে সাথে নিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আক্ষরিক অর্থে এটা একটা সিন্ডিকেটের নির্বাচন। তাই জনগণকে এই নীতিহীন অপকৌশলের নির্বাচন বর্জন করতে হবে।

সমাবেশ পরবর্তী প্রেসক্লাব থেকে টিসি মার্কেট পর্যন্ত জনগণকে নির্বাচন বর্জনের আহ্বানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Post a Comment

Previous Post Next Post