৮ বছর ভিক্ষুক সেজেও শেষ রক্ষা হলো না চাঁন মিয়ার



নিউজ ডেস্কঃ তিন বছর সাজার ভয়ে আট বছর ভিক্ষুক সেজে আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি চাঁন মিয়ার (৫৫)। রোববার রংপুর নগরীর লালবাগ এলাকা থেকে ভিক্ষা করার সময় তাকে গ্রেফতার করে পুলিশ। তাকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার চাঁন মিয়া কুড়িগ্রামের উলিপুর পৌরসভার হায়াৎখাঁ এলাকার লতিফ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, পৌর শহরের গোবিন্দ জিউ মন্দিরের মূর্তি ও অন্যান্য মালামাল চুরির ঘটনায় ২০০৮ সালে মামলা হয়। মামলা পর থেকে দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর গত ২০১৫ সালে আদালত উক্ত মামলায় অভিযুক্ত উলিপুর হায়াৎখাঁ এলাকার চাঁন মিয়াকে ৩ বছরের সাজা প্রদান করেন। সাজার ভয়ে তিনি বিভিন্ন জেলায় ছদ্মবেশে দীর্ঘ ৮ বছর ধরে পলাতক ছিলেন।

এদিকে দীর্ঘদিন ধরে উলিপুর থানা পুলিশের একটি টিম আসামিকে গ্রেফতারের জন্য বিভিন্নভাবে চেষ্টা অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় থানা পুলিশ ওই আসামির অবস্থান শনাক্ত করে রোববার রংপুর নগরীর লালবাগ এলাকায় ভিক্ষা করার সময় তাকে আটক করে।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) রুহুল আমীন বলেন, চাঁন মিয়া ৩ বছরের সাজার ভয়ে গত ৮ বছর ধরে ভিক্ষুক সেজে পলাতক ছিলেন। উলিপুর থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা বলেন, চাঁন মিয়াকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post