ইসির ডাকে সাড়া দেয়নি বিএনপি, নৌকা চায় আরও ৯ দল


নিউজ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৯টি দল জোটবদ্ধভাবে নৌকার হাত ধরে চলতে চায়। এ ৯ দল নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী। দলগুলোর মধ্যে আছে জাতীয় পার্টির নামও (রওশন এরশাদ)। তবে বিএনপি জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে কি করবে না সে বিষয়ে ইসিকে কিছু জানানো হয়নি।

তফসিল ঘোষণার পরদিন ৪৪টি নিবন্ধিত দলকে চিঠি দেয় ইসি। সেখানে জানানো হয়, কোনো দল যদি জোটগতভাবে ভোট করতে চায় তাহলে তারা যেন ইসির কাছে ১৮ নভেম্বরের মধ্যে আবেদন করে। আজ ওই আবেদন জানানোর সময় শেষ হয়েছে। নির্ধারিত সময়ে মোট ১০টি দল ইসির আহ্বানে সাড়া দিয়েছে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল (ইনু), গণতন্ত্রী পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, তরিকত ফেডারেশন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, জাতীয় পার্টি (মঞ্জু) ও জাতীয় পার্টি (রওশন এরশাদ) জোটে থেকে নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছে। এ ক্ষেত্রে তারা নিজ দলের পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে নৌকা প্রতীক ব্যবহার করতে চেয়েছে। এছাড়া, বিএনপির সাবেক নেতাদের নিয়ে গঠিত দল তৃণমূল বিএনপিও জোট করবে বলে জানিয়েছে ইসি। তবে প্রগতিশীল ইসলামী জোটকে নিজেদের প্রতীক সোনালী আঁশ দিতে চায় দলটি।

তফসিল অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)। - ঢাকা পোষ্ট

Post a Comment

Previous Post Next Post