ভারতীয় মাদক ব্যবসায়ী সহ ২ জন গ্রেফতার, ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার



নিউজ ডেস্কঃ মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী এক ভারতীয় নাগরিক সহ ২ জনকে সিলেটের তাজপুরের একটি মিষ্টির দোকান থেকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩০ লক্ষ টাকা।

শুক্রবার ২৮ জুলাই রাত সাড়ে ১০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম এক প্রেস ব্রিফিং করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার কার্যালয়ের পরিদর্শক অমর কুমার সেন এর নেতৃত্বে ১০ হাজার পিস ইয়াবাসহ এক ভারতীয় নাগরিক ও অপর এক বাংলাদেশী মাদক ব্যবসায়ীকে রাত সাড়ে ৮টায় গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে সিলেটের বিশ্বনাথ উপজেলার কালিজুড়ি এলাকার মুহিবুর রহমানের পুত্র সায়েক মিয়া (৪০) এবং ভারতের ত্রিপুরা জেলার পশ্চিম থানা এলাকার জয়পুর গ্রামের পিয়ারী মোহন বর্মনে পুত্র কৃষ্ণ বর্মন (৩৩)।

অভিযানের শুরুতে মাদক ব্যবসায়ীদের মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে অবস্থান ছিল। পরে তারা ওসমানী নগর থানার গোয়ালা বাজার এলাকায় অবস্থিত স্বাদ নামীয় একটি মিষ্টির দোকানে অবস্থান নেয়। এসময় রেইডিং টিমের সাহসী তৎপরতায় তাদেরকে ঘেরাও করে আটক করা হয়। অভিযান পরিচালনা করার সময় আসামীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

তাদের দেহ ও ব্যাগ তল্লাশী করে মোট ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। একই সাথে ভারতীয় মুদ্রা ৭৫০ রুপি, বাংলাদেশী মুদ্রা ২ হাজার টাকা এবং মোবাইল ফোন দুইটি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় দীর্ঘ দিন যাবৎ পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বিভিন্ন কৌশলে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রয় করে আসছে। বাংলাদেশী নাগরিক সায়েক মিয়া এবং ভারতীয় নাগরিক কৃষ্ণ বর্মন আগরতলা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। সায়েক মিয়া আগরতলায় এটি রেষ্টুরেন্টে বেশ কয়েক বছর থেকে কাজ করতো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও এক জনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Post a Comment

Previous Post Next Post