নিউজ ডেস্কঃ কুলাউড়ায় চোরাইকৃত ৪টি গরুসহ একজনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার ২৪ মে বিকেলে অভিযান চালিয়ে ৪টি চোরাইকৃত গরুসহ ছয়ফুল মিয়া (৫০) নামের একজনকে আটক করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, উপপরিদর্শক (এসআই) সুজন তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে কর্মধা ইউনিয়নের হাসিমপুর গ্রাম থেকে ৪টি চোরাই গরু উদ্ধরসহ ছয়ফুল মিয়াকে আটক করা হয়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক জানান, চোরাই গরুসহ আটককৃত ছয়ফুল গরুগুলোর মালিকানা সংক্রান্ত কোনো সঠিক তথ্য দিতে না পারায় তাকে আটক করা হয়।
উদ্ধারকৃত গরুগুলোর প্রকৃত মালিক এখনো পাওয়া যায়নি। কেউ মালিকানা দাবি করলে আইনানুগ প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণ করা হবে। আটককৃত ছয়ফুল মিয়াসহ পলাতক এক আসামির বিরুদ্ধে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।