কমলগঞ্জ পল্লী বিদ্যুতের লাগামহীন লোডশেডিং,ভোগান্তিতে জনজীবন



হিফজুর রহমান তুহিন, কমলগঞ্জ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাতে পবিত্র রমজান মাসেও পল্লী বিদ্যুতের লাগামহীন লোডশেডিংয়ে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এতে করে ধর্মপ্রাণ মূসল্লীসহ সর্বস্তরের মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। পবিত্র মাহে রমজান মাসে উপজেলার পল্লী বিদ্যুৎ সেবার মানে হতাশ এলাকাবাসী। 

রোজাদারদের আশা ছিল বিদ্যুতের লোডশেডিং থাকলেও হয়তো তারাবীর নামাজ ও রাতের সময় বিদ্যুৎ সেবার মান সহনীয় থাকবে। তবে সে আশা নিরাশ করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। দিন নেই রাত নেই কেবল আসা-যাওয়ার মধ্যেই থাকছে বিদ্যুৎ।

রমজানের শুরু থেকেই উপজেলাতে চলছে ভয়াবহ লোডশেডিং। প্রচন্ড তাপদাহ গরমের দিনে সারাদিন রোজা রাখার পর তারাবির নামাজের সময়সহ রাতে/দিনে বিদ্যুৎ ঠিক মতো না থাকায় চরম কষ্ট পোহাতে হচ্ছে সর্বস্তরের জনসাধারণকে।দিন রাত মিলিয়ে কত লোডশেডিং হয়,তা হয়তো জানা নেই পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষেরও! 

এছাড়াও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ব্যাংক-বীমা, কারখানা, ব্যবস্যা প্রতিষ্ঠান, বিপনি-বিতান, কম্পিউটার ও বাসা বাড়ি ফ্রিজের খাবার ক্ষতির সম্মুখীন হচ্ছে।

বিদ্যুতের এমন লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাগুলো।

Post a Comment

Previous Post Next Post