‘সালামু আলাইকুম বাংলাদেশ’ বললেন রোনালদো



স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে গোলের পর গোল আর শিরোপার পর শিরোপা জেতা বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ইউরোপ-পর্ব সেরে এখন আছেন এশিয়া-পর্বে। খেলছেন এবার তিনি সৌদি আরবের লিগে। ফুটবল নৈপুণ্যে সারাবিশ্বের মতো বাংলাদেশেও ভক্ত-সমর্থক জন্ম দেওয়া রোনালদো তার বাংলাদেশি সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন।

৩৮ বছর বয়স্ক রোনালদো গত জানুয়ারিতে নাম লিখিয়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসরে। স্পোর্টিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে খেলছেন এখন আল নাসরে।

মঙ্গলবার দুপুরের দিকে অমিতাভ দেবনাথ নামের বাংলাদেশি একটি পেজ থেকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যা রীতিমতো ভাইরাল। ভিডিওটিতে দেখা যাচ্ছে, হাত নাড়িয়ে বাংলাদেশকে সালাম জানাচ্ছেন রোনালদো।

পর্তুগিজ এই মহাতারকা বলেছেন, সালামু আলাইকুম বাংলাদেশ।

ভিডিওটি সম্পর্কে বিস্তারিত না জানা গেলেও ধারণা করা হচ্ছে ক্লাব আল নাসেরে অনুশীলনের কোন এক ফাঁকে কোন বাংলাদেশি রোনালদোর এই শুভেচ্ছাবার্তার ভিডিও ধারণ করেছেন।

Post a Comment

Previous Post Next Post