আসামে পরিত্যক্ত কুয়ো পরিষ্কার করতে গিয়ে প্রাণ হারালেন চার ব্যক্তি



সুদীপ দাস, করিমগঞ্জ, আসামঃ আসাম রাজ্যের হাইলাকান্দি জেলার আলগাপুর সমষ্ঠীর বক্রিহাওর প্রথম খন্ড আনোয়ারপার গ্রামে বাড়ির পরিত্যক্ত কুয়ো পুনঃনির্মাণ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন চার ব্যক্তি । এরমধ্যে তিনজনই একই পরিবারের । সম্পর্কে বাবা, কাকা এবং ছেলে । চতুর্থ ব্যক্তিজন আসামের করিমগঞ্জ জেলার রাতাবাড়ি সমষ্টির শনবিল গামারী এলাকার । পেশায় তিনি মিস্ত্রি । বাকি দুইজন গুরুতর ভাবে অসুস্থ । এদেরকে ভর্তি করা হয়েছে শিলচর মেডিকেল কলেজে হাসপাতালে । মর্মান্তিক হৃদয় বিদারক  ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে গোটা আলগাপুর জুড়ে । 

ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরের দিকে । জানা যায় যে, বাড়ির পরিত্যক্ত কুয়ো পরিষ্কার করতে গিয়ে প্রথমে 

রাতাবাড়ির শনবিল এলাকার মিস্ত্রী তসলিম উদ্দিন কুয়োর গভীরে নামলে কিছু সময় পরে সম্ভবত অজ্ঞান হয়ে পড়েন । তার সাড়া শব্দ না পেয়ে সন্দেহ জাগে বাড়ি লোকের । কিছু সময় তার খোঁজে আনোয়ারপারের নাজিম উদ্দিন কুয়োর গভীরে নামলে তিনি অজ্ঞান হয়ে পড়েন । এরপর শুরু হয়ে যায় হইচই । সঙ্গে সঙ্গে নাজিম উদ্দিনের পুত্র আবু সালেহ সহ  ভাই রশিদ আহমেদ তাদের উদ্ধার করতে নামলে বাকি দুইজনের সঙ্গে তারা দুইজন অজ্ঞান হয়ে পড়েন । কিছু সময় পর কুয়োতেই একে একে চারজনের মৃত্যু হয় । 

বাড়ির কুয়োতে পড়ে একে একে চারজনের প্রাণহানি ঘটেছে এই খবর চাউর হলে মুহুর্তের মধ্যে জড়ো হতে থাকেন শয়ে শয়ে মানুষ । খবর দেওয়া হয় তখন পুলিশে । এরমধ্যে প্রতিবেশী শহীদ আহমেদ, সজীব উদ্দিন নামের দুই যুবক আবার কুয়োতে নেমে তিনজনের মৃতদেহ উদ্ধার করলে তারাই অসুস্থ হয়ে পড়েন । অবস্থা বেগতিক দেখে তাদের চিকিৎসার জন্য পাঠানো হয় হাইলাকান্দি সিভিল হাসপাতালে । কিন্তু সেখানে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় কারনে স্থ্যানান্তর করা হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ।  বর্তমানে তারা দুইজন সেখানে চিকিৎসাধীন । ঘটনার খবর পেয়ে এসডিআরএফ বাহিনী নিয়ে সেখানে ছুটে যায় হাইলাকান্দি পুলিশ ।এসডিআরএফ বাহিনীর সহযোগিতায় উদ্ধার করা হয় চতুর্থ ব্যক্তির মৃতদেহ । 

প্রাথমিক ধারনা হিসাবে, মৃত্যুর কারন হিসেবে বলা হচ্ছে যে তারা একসাথে কূপটি পরিস্কার করতে গিয়ে সেই কূপ থেকে নির্গত গ্যাস বাহির হওয়ায় তাদের অবস্থা সূচনীয় হয়ে পড়ে এবং সেখানেই মৃত্যু হয় তাদের । পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মৃত চার ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য হাইলাকান্দি সিভিল হাসপাতালে নিয়ে যান । ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা আলগাপুর জুড়ে ।

Post a Comment

Previous Post Next Post