স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার জেলা প্রশাসন আয়োজনে শেখ রাসেল ৫৯তম জন্মদিন ২০২২ উপলক্ষে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র্যালি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালি শেষে জেলা প্রশাসনের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, সাবেক জেলা কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মৌলভীবাজার জেলা ইউনিট কমান্ড মোঃ জামাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, বিভিন্ন দফতরের কর্মকর্ত-কর্মচারী ও শিশু-কিশোরেরা অংশগ্রহণ করেন।