আমরা যুদ্ধ চাই না কিন্তু প্রয়োজনে প্রস্তুত আছি: পরিকল্পনামন্ত্রী



নিউজ ডেস্কঃ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আমরা শান্তিপ্রিয় জাতি। কখনো যুদ্ধ-বিগ্রহ চাই না। কিন্তু আমাদেরকে যদি কেউ বার বার উস্কে দেয় কিংবা আমাদের জাতীয়তাবোধে আঘাত হানে তাহলে আমরা ছেড়ে কথা বলবো না।

তিনি বলেন, কারো চোখ রাঙানিতে বাংলাদেশ ভয় পায় না। যুদ্ধ করার মতো সব ধরণের সক্ষমতা আমাদের আছে। যুদ্ধ করলে বহু মানুষের প্রাণ যাবে। আমরা যুদ্ধ চাই না। যুদ্ধ বিগ্রহে সাধারণ মানুষের খুব কষ্ট হয়। রাষ্ট্রের ক্ষতি হয়। আমরা শান্তিপ্রিয় জাতি; রাষ্ট্রে ভিতর ও বাহিরে শান্তি চাই।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা, পূর্ব পাগলার দামোধরতপী, ইনামনগর ও নগর গ্রামের বিভিন্ন  পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মিয়ানমারের সাম্প্রতিক কর্মকান্ড সম্পর্কে মন্ত্রী বলেন, তারা প্রতিনিয়ত যদি আমাদের খোঁচা দেয়, বাধ্য হয়েই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সীমান্তে বিজিবি, সেনাবাহিনীসহ সকল নিরাপত্তা রক্ষা বাহিনী সার্বক্ষনিক কড়া পাহারা দিচ্ছে। এসব ছাড়াও আমাদের সবচেয়ে বড় শক্তি সাড়ে ষোলো কোটি জনগণ আমাদের সাথে আছে।

মন্ত্রী বলেন, আমাদেরকে সরাসরি কিছু বলার সাহস নেই মিয়ানমারের। এটা তাদের পুরোনো অভ্যাস। এটা পৃথিবীবাসী সবাই জানেন। আমাদের সরকার প্রধান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারের পাতানো ফাঁদে পা দিচ্ছেন না। খুবই ভালো জিনিস।

মন্ত্রী আরো বলেন, সমস্যা নিয়ে কাজ করতে হবে। কথা বলতে হবে। সমাধানের পথ খুঁজে বের করতে হবে। মিয়ানমান ভিন্ন ভিন্ন কথা বলে, কথা দিয়ে কথা রাখে না। চীনের সাথে আমাদের সম্পর্ক যেমন, তাদেরও তেমন। মূল সমস্যা সমাধানের জন্য কথা বলতে হবে। বসতে হবে। বাংলাদেশ বসার জন্য তৈরি। কিন্তু মিয়ানমার এক এক বার এক এক কথা বলে। তারা কথা দিয়ে কথা রাখেনা। চীনের সাথে মিয়ানমারের সম্পর্ক ভালো আমাদেরও ভালো। এখানে চীন সমস্যা সমাধানে কাজ করতে পারে।

নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, নির্বাচন বাস্তবায়নের কাজ করে নির্বাচন কমিশন, সরকার নয়। নির্বাচনের সময় দেশের পুলিশ, ডিসি সবাই নির্বাচন কমিশনের অধীনে কাজ করে। আমরা সেই সময় নির্বাচনের প্রার্থী থাকি। আমরাও চাই শান্তিপূর্ণ নির্বাচন হোক। আর সেটা একমাত্র করতে পারবে নির্বাচন কমিশন। অহেতুক একটা দল আমাদের দোষ দেয়।

এসময় শান্তিগঞ্জ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post