কৌন বনেগা ক্রোড়পতির সেটে আহত অমিতাভ হাসপাতালে



অনলাইন ডেস্ক: ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৪’-এর শুটিং করার সময় একটি ধাতব বস্তু পড়ে বাঁ পায়ে চোট পেয়েছেন অভিনেতা বচ্চন।

নিজের ব্লগে এ মেগাস্টার লিখেছেন— বাঁ পায়ের কাফ মাসলে আঘাত লেগে শিরা কেটে গেছে। গলগল করে রক্ত বেরোচ্ছিল। খবর আনন্দবাজার পত্রিকার।

দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার পায়ে সেলাই করা হয়েছে। আপাতত বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বিগ বিকে।

পায়ে আঘাতের কথা নিজেই ব্লগে জানিয়েছেন অমিতাভ। আপাতত তাকে হাঁটাচলা করতে বারণ করেছেন চিকিৎসকরা।

এ খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন তার ভক্তরা। তবে ভক্তদের উদ্দেশে অমিতাভ জানিয়েছেন, তিনি বর্তমানে ঠিক রয়েছেন।

গত ১১ অক্টোবর ৮০ বছরে পা দিয়েছেন ভারতীয় চলচ্চিত্রের এই কিংবদন্তি অভিনেতা। জন্মদিন উপলক্ষ্যে কেবিসির বিশেষ পর্বে হাজির হয়েছিলেন অমিতাভ-পত্নী তথা অভিনেত্রী জয়া বচ্চন ও পুত্র অভিষেক বচ্চন।

Post a Comment

Previous Post Next Post