বাংলাদেশ ভ্রমণে আসছেন আসামের ৩৭ বিধায়কের প্রতিনিধি দল



সঞ্জয় দেবনাথঃ ৬ দিনের বিশেষ ভ্রমণসূচি নিয়ে বাংলাদেশ আসছেন আসাম বিধানসভার এক প্রতিনিধি দল । এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন আসাম বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দৈমারি । প্রতিনিধি দলে বিধানসভার স্পিকারের সঙ্গে থাকবেন ৩৭ জন বিধায়ক । ১৫ নভেম্বর বাংলাদেশ যাত্রা করবেন বিধায়করা ।

বিধায়কদের সঙ্গে থাকবেন দুইটি সাংস্কৃতিক সংগঠনও। এর একটি হচ্ছে বিহু এবং অন্যটি বড়ো মরম্পরাগত বাগরুম্বা নৃত্যদল । প্রতিটি দলে আটজন করে শিল্পী থাকবেন ।

প্রতিনিধি দলে রয়েছেন গহপুর সমষ্ঠীর বিধায়ক উৎপল বরা, বিজনী সমষ্ঠীর বিধায়ক অজয় রায়, রাতাবাড়ি সমষ্ঠীর বিধায়ক বিজয় মালাকার, লামডিং সমষ্ঠীর বিধায়ক শিবু মিশ্র, শিলচর সমষ্ঠীর বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মরিয়ানী সমষ্ঠীর বিধায়ক রূপজ্যোতি কুর্মি, শরুপাথর সমষ্ঠীর বিধায়ক বিশ্বজিৎ ফুকন, দমদমা সমষ্ঠীর বিধায়ক রূপেশ গোয়ালা, নাজিরা সমষ্ঠীর বিধায়ক তথা বিরোধী দলনেতা দেবব্রত শ‍ইকিয়া, প্রাক্তন মন্ত্রী বর্তমান সামুগুড়ি সমষ্ঠীর বিধায়ক তথা উপ-বিরোধী দলনেতা রকিবুল হোসেন, দক্ষিণ সালমারা সমষ্টির বিধায়ক বিধায়ক ওয়াজেদ আলি চৌধুরী, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যনির্বাহী সভাপতি তথা উত্তর করিমগঞ্জ সমষ্ঠীর বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, ছয়গাও সমষ্ঠীর বিধায়ক রেকিবুদ্দিন আহমেদ, মঙ্গলদৈ সমষ্ঠীর বিধায়ক বসন্ত দাস, বটদ্রোভা সমষ্ঠীর বিধায়ক শিবামণি বরা, পশ্চিম গোয়ালপাড়া সমষ্ঠীর বিধায়ক আব্দুর রশিদ মণ্ডল, লহরিঘাট সমষ্ঠীর বিধায়ক ডা. আসিফ মহম্মদ নাজার, আমগুড়ি সমষ্ঠীর বিধায়ক প্রদীপ সরকার, বড়ক্ষেত্ৰী সমষ্ঠীর বিধায়ক দিগন্ত বর্মণ, জলেশ্বর সমষ্ঠীর বিধায়ক আফতাব উদ্দিন মোল্লা, কাঠিগড়া সমষ্ঠীর বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, প্রাক্তন মন্ত্রী বর্তমান বড়খলা সমষ্ঠীর বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, পশ্চিম গুয়াহাটি সমষ্ঠীর বিধায়ক রমেন্দ্রনারায়ণ কলিতা, দেরগাঁও সমষ্ঠীর বিধায়ক ভবেন্দ্র নাথ ভরালি, সরভোগ বিধায়ক মনোরঞ্জন তালুকদার

এবং তাঁর স্ত্রী স্বর্ণলতা তালুকদার, শিবসাগর সমষ্ঠীর বিধায়ক অখিল গগৈ, ধীঙ সমষ্ঠীর বিধায়ক আমিনুল ইসলাম, সোনাই সমষ্ঠীর বিধায়ক করিম উদ্দিন বড়ভূঁইয়া, জনিয়া সমষ্ঠীর বিধায়ক রফিকুল ইসলাম, কাঠলিছড়া সমষ্ঠীর বিধায়ক সুজাম উদ্দিন লস্কর, জনিয়া সমষ্ঠীর বিধায়ক আশরাফুল হোসেন, আলগাপুর সমষ্ঠীর বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী, উদালগুড়ি সমষ্ঠীর বিধায়ক গোবিন্দ বসুমতারি, তামূলপুর সমষ্ঠীর বিধায়ক জলেন দৈমারি, সিদলী সমষ্ঠীর বিধায়ক জয়ন্ত বসুমতারি এবং পূর্ব কোকোড়াঝাড় সমষ্ঠীর বিধায়ক লরেন্স ইসলারি ।

সঙ্গে থাকবেন আসাম বিধানসভা সচিবালয়ের কয়েকজন আধিকারিকও ।

Post a Comment

Previous Post Next Post