কুলাউড়ায় শেখ রাসেলের জন্মবার্ষিকী পালিত

 


স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলা প্রশাসন ও শিশু একাডেমীর আয়োজনে মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৯ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

কুলাউড়া ইউএনও মো. মাহমুদুর রহমান খোন্দকার এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার এর পরিচালনায় পরিষদ সভাকক্ষে জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভা ও পুরস্কার বিতরনীতে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মেহেদী হাসান, কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেক, ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইফতেখায়ের হোসেন ভুইয়া, উপজেলা ইউআরসি ইনস্ট্রাকটার মুহিব উল্ল্যাহ, পিআইও মোঃ শিমুল আলী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মহসিন, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অঃদাঃ) আবুল বাশার প্রমুখ। সভাশেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সভার পূর্বে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও র‌্যালী অনুষ্ঠিত হয়।

Post a Comment

Previous Post Next Post