কুলাউড়ায় হার্ট অ্যাটাকে তরুণ ব্যবসায়ীর মৃত্যু



নিউজ ডেস্কঃ কুলাউড়ায় ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করে মারা গেলেন তরুণ ব্যবসায়ী আল আমিন খাঁন। সোমবার (১৭ অক্টোবর) সকালে আল আমিন মারা যান।

তিনি পৌর শহরস্থ মিলিপ্লাজা মার্কেটের জাহেদ ফ্যাশনের দীর্ঘদিনের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। আল আমিন উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের পাঁচপীর জালাই গ্রামের নুরুজ্জামানের ছেলে।

জাহেদ ফ্যাশনের সত্ত্বাধিকারী শফিকুল ইসলাম জাহেদ জানান, আল আমিন ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করে। সকাল ৬টার দিকে আল আমিনের মা তাকে ডাকতে গেলে সে কোনো সাড়াশব্দ না দেওয়ায় পরিবারের সদস্যরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। পরে রাত ৮টায় তার নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার বলেন, আল আমিনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে তার পরিবার।

এদিকে, তার অকাল মৃত্যুতে কুলাউড়ার ব্যবসায়ীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

Post a Comment

Previous Post Next Post