বড়লেখায় ৫ ফার্মেসিকে ২৮ হাজার টাকা জরিমানা

 


স্টাফ রিপোর্টারঃ বড়লেখা উপজেলার উত্তর চৌমুহনী বাজার ও দাসেরবাজারের ৫ জন ফার্মেসি মালিককে মেয়াদূত্তীর্ণ ওষুধ বিক্রিসহ নানা অনিয়মের দায়ে ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। এসময় মৌলভীবাজার ড্রাগ সুপার সিরাজুম মনিরা ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন জানান, অবৈধভাবে মিসব্র্যান্ডেড, মেয়াদ উত্তীর্ণ, আনরেজিস্টার্ড ওষুধ বিক্রি ও ড্রাগ লাইসেন্স নবায়ন ব্যতিরেখে ওষুধ মজুদ, প্রদর্শণ ও বিপননের দায়ে ভ্রাম্যমাণ আদালত ড্রাগ অ্যাক্ট-১৯৪০ এর ১৮ ধারা লঙ্ঘনের দায়ে ৫ জন ফার্মেসি মালিককে ২৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে।

Post a Comment

Previous Post Next Post