ভোলাগঞ্জ স্থলবন্দর দিয়ে চুনাপাথর আমদানি শুরু



নিউজ ডেস্কঃ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ স্থলবন্দর দিয়ে আবারও শুরু হয়েছে চুনাপাথর আমদানি। ২৩ দিন বন্ধ থাকার পর সোমবার (১ আগস্ট) সকালে বাংলাদেশে প্রবেশ করে পাথরবোঝাই গাড়ি। এর আগে গত ৮ জুলাই বন্ধ হয় ভারত থেকে চুনাপাথর আমদানি।

ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের পক্ষ থেকে জানা যায়, একদিন এই স্থলবন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ থাকলে সরকার প্রায় ২ লক্ষ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়। সেই সাথে প্রায় ২০ হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের অভ্যান্তরীণ দ্বন্দ্বের কারণে তাদেরই একটি পক্ষ রাস্তা বন্ধ করে রেখেছিল।

তবে কাস্টমস সুপার আহমদ আলী খান জানান- ভারতের ইমপোর্ট-এক্সপোর্ট অ্যাসোসিয়েশন চিঠি দিয়ে পাথর রপ্তানি বন্ধের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়। এর বাইরে আর কোনো কারণ তাঁর জানা নেই।

তিনি বলেন, সোমবার সকাল থেকে আগের মতো আবারও ভারতীয় গাড়ি চুনাপাথর নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে।

ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মিন্টু জানান, রাস্তা মেরামতের জন্য ভারত পাথর রপ্তানি বন্ধ রেখেছিল। গত ৩ দিন আগে তারা চিঠি দিয়ে জানায়- সোমবার থেকে আবারও পাথর আসবে বাংলাদেশে। এদিন সকাল থেকে আগের মতোই পাথর আমদানি শুরু হয়েছে।

Post a Comment

Previous Post Next Post