অল্পের জন্য রক্ষা পেল সোনালী ব্যাংক সিলেট প্রিন্সিপাল শাখার ভোল্ট



নিউজ ডেস্কঃ অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে সোনালী ব্যাংক লিমিটেডের সিলেট প্রিন্সিপাল শাখার ভোল্ট। বন্দরবাজারস্থ ব্যাংকের এই শাখার ভোল্টের সামনের ইলেকট্রিক বোর্ডে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হন। ফলে বড় ধরণের অগ্নি দুর্ঘটনা থেকে রক্ষা পায় ব্যাংকটি।

বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত সাড়ে ১১ টায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস, সিলেটের কন্ট্রোল রুমের টেলিফোন অপারেটর ফায়ার ফাইটার আল আমিন জানান, ব্যাংকের টাকার ভোল্টের সামনের ইলেকট্রিক বোর্ডে আগুন ধরে যাওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান। তারা চেষ্টা চালিয়ে আগুন দ্রুত নেভাতে সক্ষম হওয়ায় কোন ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ ও ব্যাংকের কর্মকর্তারা। আগুনে বড় ধরণের কোন ক্ষতি হয়নি বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।

তিনি বলেন, ‘ব্যাংকের কর্মকর্তারা এসেছেন। তারা ভোল্ট খুলবেন এবং ভেতরের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।’

Post a Comment

Previous Post Next Post