স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী তিন বছরের সূচি চূড়ান্ত হয়েছে।
রোববার মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা শেষে এমন সিদ্ধান্ত হয়।
এদিন বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজেই জানিয়েছেন বিপিএলের সূচি।
আগামী বছর ৫ জানুয়ারি শুরু হয়ে টুর্নামেন্ট শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। পরের বছর ৬ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ১৭ ফেব্রুয়ারি। ২০২৫ সালে ১ জানুয়ারি শুরু হয়ে বিপিএল শেষ হবে ১১ ফেব্রুয়ারি।
এ নিয়ে পাপন বলেন, আগামী তিন বছরে বিপিএল কখন হবে সেটা আজকের সভায় নির্ধারণ হয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলোকে তিন বছরের জন্য দল দেওয়া হবে।
পাপন আরও বলেন, সব যে আগের মতো থাকবে, তা না। কিছু কিছু পরিবর্তন আসতে পারে। আমরা সব বিষয় পরিষ্কার করেই বিজ্ঞাপন দেব। কন্ডিশনগুলো কিছুদিনের মধ্যেই নির্ধারণ হয়ে যাবে।
দীর্ঘমেয়াদে ফ্র্যাঞ্চাইজি স্বত্ব বিক্রির কারণ নিয়ে পাপন বলেন, ‘দীর্ঘ সময়ের জন্য দল দিলে ফ্র্যাঞ্চাইজিদের নিজেদের পরিকল্পনা ঠিক করার সময় পায়। সেটা বিবেচনা করে সামনে আগের মতো সব থাকবে, তাও না। কিছু কিছু পরিবর্তন আসতে পারে। আমরা সব বিষয় পরিষ্কার করেই বিজ্ঞাপন দেব। টার্মস ও কন্ডিশনগুলো কিছুদিনের মধ্যেই নির্ধারণ হয়ে যাবে।’